পলাশবাড়ীতে  ২২ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

পলাশবাড়ী
  © টিবিএম ফটো

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ২২ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।  

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা'র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত
গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷

এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাজু ইসলামের নেতৃত্বে ১লা মে সোমবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ে ঢাকা ও রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী বাস চেকিং করাকালে জোয়ানা (ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৭) পরিবহন হতে আকরাম হোসেন আপেল এর হেফাজত হতে ২২বোতল ফেনসিডিল উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আকরাম হোসেন আপেল (২৫) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বহতী গ্রামের মারতুজা আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০১ তারিখ-০১/০৫/২৩, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ