নোয়াখালীতে দিনমজুর কে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩ 

নোয়াখালী
আটককৃত তিন অভিযুক্ত  © টিবিএম ফটো

নোয়াখালীর চাটখিলে দিনমজুর আবুল বাশার কে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া দেওয়ান বাড়ির  শামছুল হকের ছেলে ফয়েজ আহমেদ (৫৮), ফয়েজ আহমেদের ছেলে রেদওয়ান হোসেন রাফি (১৮) এবং আনোয়ার হোসেনের ছেলে ইয়াকুব (২৩)।

থানার সেকেন্ড অফিসার আল-আমিন জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও হত্যার শিকার আবুল বাশারের স্ত্রী সেলিনা আক্তারের বুধবার রাতে দায়ের করা হত্যা মামলার অপর ৬ আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।  
  
থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার দুপুরে আবুল বাশারের জেঠাতো ভাই ফয়েজ আহমেদ এর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়েজ আহমেদ এর ছেলে রেদওয়ান হোসেন রাফি (১৮) সহ তার সহযোগিরা আবুল বাশার কে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে মাটিতে ফেলে দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আবুল বাশারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য