যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা রিপন চৌধুরী র‌্যাবের হাতে আটক

যশোর
  © সংগৃহীত

যশোরে রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকার লালবাগ এলাকা থেকে আটক করেছেন র‌্যাব-৬ যশোরের সদস্যরা। 

যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা রিপন চৌধুরী যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম নয়ন চৌধুরীর ছেলে । শুক্রবার রাতে র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমানের নেতৃতে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। র‌্যার জানিয়েছেন ১৮ মামলার গ্ৰেফতার পরোয়ানাভুক্ত আসামী ছিলেন রিপন চৌধুরী। শনিবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব যশোরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল, বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধন সহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক সহ বিশেষ ক্ষমতা আইনে মামলা, একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, দুইটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুইটি হত্যা চেষ্টা সহ মোট ১৮ টি মামলা রয়েছে। 


মন্তব্য