শিক্ষকদের দাবী আদায়ের লক্ষ্যে বরগুনায় মানববন্ধন কর্মসূচি 

বরগুনা
  © টিবিএম ফটো

মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত অনুশাসনের আলোকে ‘‘Step’’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের চাকরী রাজস্ব খাতে স্থানান্তর ও ৩৪ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি করা হয়।

রবিবার (৭ই মে) বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ ছাত্ররা মেইন রাস্তায় অগ্রসর হয়। এরপর সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য ছাত্ররা জমায়েত হয়। তবে কার্যক্রমটি করতে গিয়ে কিছুটা যানজট সৃষ্টি হয়।

সাধারণ শিক্ষার্থীদের থেকে জানা যায়,তারা এর আগেও ১৯ মাসের বেতন বকেয়া ছিল তখন সে বকেয়া বেতন আদায়ের দাবীতে শিক্ষকদের পক্ষে আন্দোলন করেছিল। এবং বর্তমানে বেতন বকেয়া থাকার কারনে পলিটেকনিকের সে শিক্ষকরা ঢাকায় অনশনরত অবস্থায় আছে। যে কারনে তারা তাদের সিলেবাস শেষ করতে না পারায় সামনে পরিক্ষা নিয়ে বিরম্বনা সৃষ্টি হয়।

তাদের ছয়টি সুনির্দিষ্ট দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেছেন। এবং তাদের দাবী গুলোঃ-
১.প্রিয় শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করে দ্রুত হয়রানি বন্ধ করতে হবে। 
২.নিয়মিত পাঠদানের জন্য প্রিয় শিক্ষকদের রাস্তা থেকে ক্লাশে ফিরিয়ে দিতে হবে। 
৩.মিডটার্ম পরীক্ষা দ্রুত নিতে হবে। 
৪.পর্ব সমাপনী পরীক্ষার পুর্বে সিলেবাস সম্পুর্ন করার জন্য ক্লাশ চাই।
৫.উপবৃত্তির টাকা সময়মত দিতে হবে।
৬.মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ৭৭৭ জন শিক্ষকের চাকুরী দ্রুত রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।


মন্তব্য