এক সপ্তাহ আটকে ছিল বিড়াল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ০৮ মে ২০২৩, ০৩:৩৯ PM

ব্রাহ্মণবাড়িয়ার একটি ভবনের দোতলার জানালার ওপর ‘সানসেটে’ এক সপ্তাহ ধরে আটকে ছিল একটি বিড়াল। অবশেষে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ সোমবার সকালে বিড়ালটিকে উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, বাগানবাড়ি এলাকার একটি বাড়ির বাসিন্দারা প্রায় এক সপ্তাহ ধরে বিড়ালের ডাকার শব্দ পাচ্ছিলেন। রাত হলে শব্দটি বেশি পেতেন তারা। অবশেষে আজ সোমবার সকালে বাড়ির লোকজন ছাদে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখেন দোতলার জানালার সানসেটের ওপর বিড়ালটি বসে আছে। কোনো দিকে যাওয়ার সুযোগ পাচ্ছিল না সেটি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, বিড়ালটি জানালার সানসেটে আটকে পড়ায় বের হতে পারছিল না। সানসেটের কাছে উঠে বিড়ালটিকে উদ্ধার করা হয়।