দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বিড়ালদহ এলাকাবাসীর

রাজশাহী
  © টিবিএম ফটো

রাস্তা হোক সবার জন্য  রাস্তার যেমন  মানুষের পথ চলার সঠিক পথ পন্থা  তেমনি  যোগাযোগ  মাধ্যমে  বদলে যাই  জাতি। দীর্ঘদিন ধরে  রাজশাহী পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের  সাধারণ  কৃষক  ছাত্র- ছাত্রী  থেকে শুরু করে  সকল স্তরের মানুষের  পথ চলার  একটাই রাস্তা । বিড়ালদহ মকবুল  হাজী  সাহেবের  বাসা হতে সাবেক মেম্বারের বাসায় পর্যন্ত  বর্ষাকালে  পাক কাঁদাই  ভোগান্তি  হতে  হয় সাধারণ জনগণের। 

মাঠ থেকে  ফসল  বাসায়  নিয়ে আসার  একটাই পথ  হচ্ছে  এই সড়ক। দীর্ঘ দুই দশকের  স্বপ্ন  পূরণ হতে চলেছে  এই এলাকাবাসীর। আজ সোমবার  গ্রামবাসী সহ  অত্র এলাকার  সম্মানিত ব্যক্তিগণের উপস্থিত উপজেলা   নির্বাহী অফিসার নুরুল  হাই মোহাম্মদ আনাস উপস্থিত থেকে   সরকারি  মনে অনুযায়ী   কাজ পরিচালনা  নির্দেশ দেয় । এছাড়াও উপস্থিত ছিলেন  বিএনপি  পুঠিয়া দুর্গাপুরের  গণ মানুষের নেতা  জুলফিকার রহমান ভুট্টো । এছাড়া আরো উপস্থিত ছিলেন  খন্দকার নুরুল হুদা  বিড়ালদহ সৈয়দ করম আলী  সাহ উচ্চ বিদ্যালয় শিক্ষক। 

এলাকাবাসী  পাশে থেকে  আগামী দিনের  নতুন পথ চলা  সুগম হবে  এটাই তাদের আশা। রাস্তাটি  পুরোপুরি কাজ শেষ হলে  একদিকে  ভোগান্তি কম হবে  সাধারণ কৃষকদের। অন্যদিকে  অল্প সময়ের মধ্যে   মাঠের ফসল বাসায় নিয়ে  আসতে পারবে । আগের দিনগুলোতে  দীর্ঘ রাস্তা  প্রায়  আড়াই কিলোমিটার  রাস্তা ঘুরে  বাসায় ফসল নিয়ে আসতে হতো ।  এখনই রাস্তাটির কাজ সম্পন্ন হলে  ৫ মিনিটে ফসল ধান, পাট,পেয়াজ,রসুন  বাসায় নিয়ে আসা যাবে । এতে একদিকে  সময় সাশ্রয়  অন্যদিকে  খরচ কমবে  কৃষকের।  আগামী দিনে  এ অঞ্চলের অর্থনীতির চাকা  ঘুরে দাঁড়াবে  এটাই  যাতায়াত সুবিধা  পুরোপুরি হলে  সম্ভাবনার  স্বপ্নে  রূপ নিবে।  শীঘ্রই  ভার্ষন পূর্ণ করে  জনগণের  আশা পূরণ করবেন  5 নং ওয়ার্ডের  গণমানুষের  পাশে থেকে যিনি কাজ করছেন মো: রফিকুল ইসলাম এবং  মোছাঃ সেলিনা খাতুন  ও মাই পাড়ার  ৮নং ওয়ার্ডের  মেম্বার  মো: মমিনুল  এদের অক্লান্ত

পরিশ্রমের ফলে  আশার আলো দেখছে দুই গ্রামের মানুষ। জনগণের ভোটে নির্বাচিত  মেম্বার প্রার্থী  যার মনের পাশে থেকে  কাজ করার প্রতিশ্রুতি  দেন।তারা বলেন  সামনের দিনে জনগণের  যে কোন প্রয়োজনে  পাশে থাকবো ইনশাল্লাহ। বিড়ালদহ এলাকাবাসী  একটাই আশা ছিল  এই এলাকার অবকাঠামো  উন্নয়ন  হবে ইতিমধ্যেই  ইউপি মেম্বার  কাজ শুরু করে দিয়েছেন ।  উক্ত সালিশে  জনগণ উদ্দেশ্যে  বলেন উপজেলা নির্বাহী অফিসার  যেখানে অবৈধভাবে বাধা দেবে  এখানে  আইনের ব্যবস্থা নিয়ে হবে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ