স্ত্রীর কথায় মায়ের মাথা ফাটাল ছেলে!
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ মে ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ১০ মে ২০২৩, ০৮:২১ PM

বরিশালের মুলাদীতে স্ত্রীর কথা শুনে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের মৃত কাদের হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
কাদের হাওলাদারের ছেলে বারেক হাওলাদার তার মা রিজিয়া বেগমের মাথা ফাটিয়ে দেন।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুত্রবধূ মঞ্জুয়ারা বেগম তার শাশুড়ি রিজিয়া বেগমকে (৭০) বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এজন্য বিভিন্ন সময়ে মঞ্জুয়ারা তাকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করতেন। মঙ্গলবার সকালে ও দুপুরে লাকড়ি নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাকে ২ দফা মারধর করেন পুত্রবধূ।
বৃদ্ধা রিজিয়া বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ছেলে বারেক বাড়ি ফিরলে পুত্রবধূ তার কাছে মিথ্যা নালিশ করে। পুত্রবধূর কথা শুনেই ছেলে কাঠ দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়।
এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে রিজিয়া বেগমকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
মুলাদী থানার ওসি তুষার কুমার মণ্ডল বলেন, আহত মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।