স্কুল থেকে বাড়ি ফেরার পথে লাশ হলো স্কুল ছাত্রী জান্নাতি
- রাজশাহী প্রতিনিধি :
- প্রকাশ: ১১ মে ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ১১ মে ২০২৩, ০৬:৪৮ PM

বগুড়ার শাজাহানপুরের সি-ব্লক এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের আঘাতে মোছাঃ জান্নাতী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পাতিবার (১১ মে) প্রতিদিনের ন্যায় জান্নাতি স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তায় একটি কার্ভাটভ্যানের ধাক্কায় সজোরে আঘাত পায়। স্থানীয়রা দ্রুত মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচ ক্যান্ট: হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতী বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা সার্জেন্ট আব্দুল লতিফ বগুড়া সেনানিবাসে ৪০ বেঙ্গলে কর্মরত। নিহত শিক্ষার্থী ক্যান্টনমেন্টে ভিতরে সি-ব্লক এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতো।