ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
- কামরুল সবুজঃ ফটিকছড়ি
- প্রকাশ: ১২ মে ২০২৩, ০৮:৫৭ PM , আপডেট: ১২ মে ২০২৩, ০৮:৫৭ PM

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ও নারায়ণহাট সীমান্ত বর্তী সুইসগেট নামকস্থানে সড়ক দূর্ঘটনায় নারায়ণহাট বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন (৫০)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় জসিম (৪৫)নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
নিহত আব্দুল মতিন নারায়ণহাটে ৬ নং ওয়ার্ড চানপুর হাজীপাড়ায় ইছহাক এর ছেলে। পেশায় একজন ব্যবসায়ী। আহত জসিম ও একই এলাকার। ১২ ই মে ( শুক্রবার) বিকাল পাঁচটায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় আব্দুল মতিন এবং জসিম নামে দুইজন নারায়ণহাট থেকে শান্তিরহাটে যাওয়ার পথে সুইস গেইটের সামনে পৌঁছালে মোটরসাইকেলের থেকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মতিন মৃত্যু বরণ করে।
স্থানীয় ইউপি সদস্য আলতাফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন আহত দুইজনকে প্রথমে ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়,অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে আব্দুল মতিন মৃত্যু বরণ করে।