উপকূলের আরও কাছে ‘মোখা’, গতি বেড়ে ২১৫ কিমি
- রবিউল আলম ফাহিম,কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ১৪ মে ২০২৩, ১০:১৭ AM , আপডেট: ১৪ মে ২০২৩, ১০:১৭ AM

উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। রোববার (১৪ মে) সকাল ৬টায় এটি উপকূল থেকে ৩০৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সেই সঙ্গে বাড়ছে গতিও। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
‘মোখা’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৮টায় অধিদপ্তরের ১৭ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।