নারায়ণগঞ্জে সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট: গাড়ির বিশাল লাইন

নারায়ণগঞ্জ
গ্যাসের জন্য দীর্ঘ লাইন  © টিবিএম ফটো

সারাদেশের মতো তীব্র গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের সিএনজি পাম্পগুলো।

আজ সরজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি সিএনজি পাম্পের পিছনে দীর্ঘ গাড়ির সারি। কিছু পাম্প গ্যাসের অভাবে বন্ধ হয়ে রয়েছে। কিছু আংশিক সেবা অব্যাহত রাখলেও গ্যাসের অভাবে সিএনজি চালিত অটোরিকশা গুলো বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাস, টেক্সি, মাইক্রোবাসের ক্ষেত্রেও একই অবস্থা।

সোনারগাঁয়ের সিএনজি চালক আবুল খায়ের, বাংলাদেশ মোমেন্টসকে জানান, সকালে গাড়িতে সিএনজি নেওয়ার জন্য গেলাম, দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে সকাল ৯টায় মাত্র ১০০ টাকার গ্যাস নেওয়ার পর পাম্প কতৃপক্ষ জানায় গ্যাসের চাপ, আর গ্যাস নাই। তাই আমি এখন ট্রিপ নিয়ে কাঁচপুর আসছি, কিছু যাত্রী পেলে চিটাগাং রোড থেকে আবার গ্যাস নেওয়ার জন্য লাইনে দাড়ামু।

বন্দরের লাঙ্গল বন্ধ বাসস্ট্যান্ড থেকে শনির আখড়া পর্যন্ত প্রতিটা পাম্পে একই চিত্র দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাম্প কতৃপক্ষ জানান, আমরা বারবার গ্যাসের চাপ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছি কিন্তু এখন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমাদের আশেপাশের অনেক পাম্প বন্ধ হয়েছে গ্যাসের অভাবে।


মন্তব্য