শরণখোলায় গাছ থেকে পড়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু
- মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ১৫ মে ২০২৩, ০৮:৩২ PM

বাগেরহাটের শরণখোলায় আঃ কুদ্দুস মোল্লা নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গাছ থেকে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাবেক সাবেক ইউপি সদস্য মোঃ মিজান মোল্লা জানান, উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামের ফৌজদার মোল্লার পুত্র ৭৪ নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আঃ কুদ্দুস মোল্লা (৬৫) দুপুরে গাছে উঠে আম পাড়ছিলেন। এসময় অসাবধানতা বসত হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। এত ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে ওই পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের হেফাজতে রাখা হয়েছে।