কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজাচাষ, দুই ভাই গ্রেফতার
- কুষ্টিয়া প্রতিনিধি:
- প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ১৬ মে ২০২৩, ০৮:১৪ PM

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজাচাষের অপরাধে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত দুইটার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া এলাকা থেকে তাঁদের গ্রফতার করা হয়। এসময় প্রায় ২৭ কেজি ৮০০ গ্রাম ওজনের পাঁচটি গাছ জব্দ করেছে পুলিশ।
আসামিরা হলেন – ওই এলাকার ইশারত আলী বিশ্বাসের ছেলে নাইমুর রহমান (৩২) ও শাওন বিশ্বাস (২৩)। তাঁরা পেশায় দিনমজুর। মঙ্গলবার (১৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির আঙিনায় গোপনে চলছিল গাঁজাচাষ। সেখানে পাঁচটি গাছ তরতর করে বেড়ে উঠছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত দুইটার দিকে একটি মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ২৭ কেজি ৮০০ গ্রাম ওজনের পাঁচটি গাঁজার গাছসহ দুই ভাইকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নং ২০। উক্ত মামলায় আজ দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে পাঁচটি গাঁজার গাছসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।