প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীতে আওয়ামিলীগের দুই গ্রুপের পৃথক সভা

নরসিংদী
অনুষ্ঠানের একাংশ  © টিবিএম ফটো

নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  আওয়ামিলীগ এর দুই গ্রুপের পৃথক আলোচনা সভা।  

বুধবার (১৭ মে) দ্বিধা-বিভক্ত আওয়ামিলীগ এর দুই গ্রুপের নেতা কর্মীরা বিকেল ৪ টায় শহরের পৃথক স্থানে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।

নরসিংদী জেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এমপির অনুসারী আওয়ামীলীগ নেতা কর্মীরা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হিরু, এমপি।  সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান  আফতাব উদ্দিন ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন ভূইয়া, চেয়ারম্যান জেলা পরিষদ, নরসিংদী। জেলা আওয়ামিলীগের সহ সভাপতি, আমিরুল ইসলাম ভূইয়া ও মোন্তাজ উদ্দীন ভূইয়া। সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম। জেলা ছাত্রলীগ এর সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল আহমেদ শাওন সহ আরও অনেক নেতাকর্মী। 

অন্যদিকে আওয়ামীলীগ এর আরেক গ্রুপ জেলা আওয়ামিলীগ কার্যালয়ে দোয়া আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগ এর সভাপতি জি এম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জনাব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন ভূইয়া,  সহ সভাপতি আয়ুব খান মন্টু।

এছাড়াও জেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে আরও  উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ আরও অনেক নেতাকর্মী বৃন্দ।

নরসিংদীতে দীর্ঘদিন যাবত দ্বিধা-বিভক্ত ক্ষমতাসীন  দল আওয়ামীলীগ। প্রায়শই  বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় প্রোগ্রামে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। বক্তব্যে সবার সামনে চলে দুই গ্রুপের নেতাদের মাঝে কাদা ছোড়াছুড়ি । আর এই দলীয় কোন্দলের কারনে  বিপাকে পরেছেন জেলার তৃনমুল নেতাকর্মীরা। তৃনমুল নেতাকর্মীরা চাই সব বিবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের  স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানায় তারা।


মন্তব্য