ঈশ্বরদীতে রাস্তার জমি দখলের অভিযোগে প্রতিবাদে মানববন্ধন 

পাবনা
  © টিবিএম ফটো

পাবনার ঈশ্বরদীতে মশুরিয়া পাড়া এলাকার দশটি পরিবারের যাতায়াতের রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে আকরাম আলী খান(৬৫) নামে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। 

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করে শনিবার(২০ মে) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঐ ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় এলাকাবাসী ওই আওয়ামীলীগ নেতা আকরাম আলী খানের  বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

সরেজমিনে গেলে এলাকাবাসীরা বলেন, আওয়ামীলীগ নেতার পরিচয় দিয়ে এলাকাতে দীর্ঘদিন যাবত ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে মুক্তিযোদ্ধা  আকরাম আলী খান।  ঈশ্বরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড মশুরিয়া পাড়া এলাকার রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মান করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে  প্রভাবশালী এ আওয়ামীলীগ নেতা। এ রাস্তা দিয়ে এলাকার দশটি পরিবার যাতায়াত করে প্রায় ৪০ বছর ধরে। হটাৎ করে তিনি এসে রাস্তার সেই জায়গা দখল করে বাড়ি নির্মানের কাজ শুরু করলে আমরা তাতে বাধা দেই। ফলে তিনি আমাদের নানারকম হুমকি-ধামকি দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দখলকৃত রাস্তার জায়গা খালি করে না দিলে আমরা বৃহত্তর মানববন্ধনে যেতে বাধ্য হবো।

মানববন্ধনে মশুরিয়া পাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী নূর হোসেন বলেন, শুনেছি আওয়ামীলীগ দেশের জন্য ও সাধারন মানুষের জন্য কাজ করে কিন্তু আজ তার বিপরীত হচ্ছে। এ কেমন আওয়ামীলীগ নেতা যে জনগনের যাতায়াতের রাস্তা দখল করে আবার ভয়-ভীতি দেখায়। আমরা আমাদের চলাচলের সেই রাস্তা পুনরুদ্ধার করার জন্যই আজকে রাজপথে মানববন্ধন করছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমাদের যাতায়াতের সেই রাস্তা পুনরুদ্ধারের জন্য।

ভুক্তভোগী এলাকার বাসিন্দা রিমা খাতুন বলেন, প্রভাব বিস্তার করে আ'লীগ নেতা আকরাম আলী খান আমাদের দশটি পরিবারের যাতায়াতের রাস্তার জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মান করেছে। আমার বাবা-ভাই ও এলাকাবাসীরা বাঁধা দিলে তাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করেছে। নানা রকম হুমকি-ধামকি সহ পুলিশি হয়রানি করবে বলে ভয়-ভীতি দেখিয়েছে। একজন আওয়ামীলীগ নেতার আচরন কখনও এমন হতে পারেনা, ভুমি দস্যুদের মত সাধারন জনগনের চলাচলের রাস্তা সে দখল করতে পারেনা। আমরা আমাদের চলাচলের সেই রাস্তা দখলমুক্ত চাই।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা  আকরাম আলী খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জমিটি খাস এটা সত্য তবে আমি নিয়ম অনুযায়ী সকল কাগজ-পাতি ঠিক করেই বাড়ি নির্মান করেছি। কিছু অসাধু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করছে।

পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুর রহমান বলেন, রাস্তার জায়গা দখল করে  বাড়ি নির্মান করায় ১০ টি পরিবারের মানুষজন পাশের জমির উপর দিয়ে চলাফেরা করতো। সে জমিতেো বাড়ি নির্মান করায় এখন তাদের চলাচল করা খবই কষ্টকর হয়ে পড়েছে। এ বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার আকরাম আলী খানকে নোটিশ দেয়া হয়েছে কিন্তু তিনি কোন কর্ণপাত করেননি। রাস্তা নির্মানের বিষয়টি মেয়র গুরুত্ব সহকারে দেখছেন। আশা করছি দ্রুতই সমাধান হবে। 

ঈশ্বরদী পৌরসভার সহকারি কমিশনার(ভুমি) টি এম রাহসিন কবির বলেন, আমরা শুনেছি ঐ এলাকাতে খাস জমির উপরে একটি যাতায়াতের রাস্তা ছিল। একজন ব্যাক্তি তা দখল করে বাড়ি নির্মান করেছে। আগামী রবিবার অথবা সোমবার এ জমির কাগজপত্র দেখে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, প্রায় ৫০ বছর ধরে এখানে পায়ে হাঁটা রাস্তাটি ছিল। হটাৎ করে রাস্তার জমি দখল করে আকরাম আলী খান বাড়ি নির্মান করেছেন। যা অত্যন্ত দুঃখজনক। পৌরসভার পক্ষ থেকে আকরাম আলী খান কে এ ব্যাপারে তিনবার নোটিশ এবং জমি মাপার জন্য দুই দিন তারিখ নির্ধারন করা হয়। কিন্তু আকরাম আলী খান জমি মাপার দিন উপস্থিত হননি।


মন্তব্য