শাজাহানপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাস্ট ব্যাংকের কর্মচারির

বগুড়া
  © টিবিএম ফটো

বগুড়ার শাজাহানপুরে  বাসের ধাক্কায় ইয়াছিন আলী (৬০) নামের ট্রাস্ট ব্যাংকের এক কর্মচারি নিহত হয়েছে। আজ (২২ মে) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার  শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান,তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ইয়াছিন আলী বর্তমানে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ট্রাস্ট ব্যাংকে মেসেঞ্জার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীররা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বি-ব্লকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পেছন দিক থেকে আসা  একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বগুড়া সদরের সাবগ্রাম খামারকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত সাইর উদ্দিনের ছেলে।


মন্তব্য