রায়পুরাতে জামায়াত-বিএনপি অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- নরসিংদী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২২ মে ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ২২ মে ২০২৩, ০৯:২৫ PM

রায়পুরা উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম তুহিন নেতৃত্বে জামায়াত বিএনপিপন্থীদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শত শত ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে শুরু করে বঙ্গবন্ধু চত্বর হয়ে রায়পুরা থানা সহ প্রধান প্রধান সড়ক লম্বা মিছিলটি ঘুরে এসে একই জায়গায় এসে শেষ হয়।
রায়পুরা উপজেলা জামায়াত-বিএনপির অপতৎপরতার বিরুদ্ধে মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য রাখেন ছাত্রলীগের তুহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম তুহিন নেতৃত্বে বিশাল লম্বা শতশত ছাত্রলীগ কর্মী-সহযোগীর বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী ও মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান চাঁন খান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মী এই বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।