আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিন, সম্পাদক জাহিন
- নরসিংদী জেলা - সাদ্দাম উদ্দীন রাজ
- প্রকাশ: ২৩ মে ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ২৩ মে ২০২৩, ১১:৪৫ AM

নরসিংদী রায়পুরা উপজেলা আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন প্রেস বিজ্ঞপ্তি'তে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয় ইউনিয়নে শাখায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৫ সদস্যদের কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে । আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি হলো সভাপতি -মো কামরুল হাসান রবিন , সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাকিম পাপেল সাধারণ সম্পাদক মো,জাহিদ কবির,যুগ্মসাধারণ সম্পাদক সাজিদ কবির, সাংগঠনিক সম্পাদক, জয় আল হাসান।
উপজেলা ছাত্রলীগ জাহিদুল ইসলাম তুহিন জানান, নতুন কমিটির নেতাদের মেয়াদ এক বছর। তাঁদের আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওযা হয়েছে ।