ঝড়- বৃষ্টি উপেক্ষা শাজাহাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৩ মে ২০২৩, ১০:০৩ PM , আপডেট: ২৩ মে ২০২৩, ১০:০৩ PM

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) শাজাহাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান এর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা- কর্মীসহ ০৯ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে মো: নুরুজ্জামান বলেন,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে দ্রুত বিচার আইনে বিচার করে কঠোর শাস্তি দিতে হবে এবং তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর দাঁত ভাংগা জবাব দিবে। ঝড়- বৃষ্টি উপেক্ষা করে হাজার - হাজার নেতা- কর্মী সমাবেশে আসায় চেয়ারম্যান নুরুজ্জামান সকলকে ধন্যবাদ জানান।