হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জে
  © টিবিএম ফটো

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রাক-কালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নয়ানী গ্রামের তাউছ মিয়ার পুত্র মো. বিল্লাল মিয়া (৩২),  হবিগঞ্জ সদর উপজেলার আসেরা পূর্ব এলাকার বাজীদ আলীর পুত্র মোঃ সোহেল রানা (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার  (২৩ মে) ভোররাত সাড়ে ৩ টায় উপজেলার ৩নম্বর দেওরগাছ ইউনিয়নের বনগাঁও এলাকায় জনৈক শামছু মিয়ার পরিত্যক্ত ব্রিকস ফিল্ড এলাকায় সশস্ত্র ৮/১০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তটি নেয়। পুলিশ  তাদের দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ডেগার, একটি লোহার শাবল, তিনটি লম্বা রামদা, একটি লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা সিএনজি জব্দ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, গ্রেপ্তারকৃত বিলাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাটসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় ডজনখানেক  মামলা এবং সোহেল রানার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদের হবিগঞ্জ  জেলা কারাগারে প্রেরণ করা হয়।


মন্তব্য