যশোরে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

যশোরে
  © টিবিএম ফটো

যশোরে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। হাসান সরদার ওরফে বড় অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব-৬ যশোরে কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৫ সালের ১৮ জুলাই গভীর অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য কিøনিক এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ খবরে স্থানীয়রা একট্টা হয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় হাসান সরদারকে স্থানীয়রা একটি একনালা বন্দুকসহ আটক করে। এসময় ডাকাতদলের অন্যসদস্যরা হানিফ নামের এক যুবককে ছুরিকাঘাত করে সকলেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসানকে গনপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে।

গত ১৭ মে এ মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন যশোরের অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস। দির্ঘদিন পলাতক থাকার বিষয়টি জানতে পেরে র‌্যাব তাকে ধরনে অভিযানে নামে। তিনি আরও জানান, এছাড়াও হাসান আরেকটি মাদক মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।


মন্তব্য