‌হবিগঞ্জের লাখাইয়ে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে

সারাদেশ
  © টিবিএম ফটো

তামাক নয়, খাদ্য ফলান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে। বুধবার (৩১ মে) সকাল ১১টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাজরিন মজুমদার, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, পজীপ কর্মকর্তা কেএম শাহেদ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টাস ইউনিটির সহসভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মোবারক হোসেন ও গীতা পাঠ করেন প্রদ্যুত জ্যোতি দাস।

বক্তাগন তামাক সেবনের ফলে জনস্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে বিষদ বিবরণ তুলে ধরে বলেন, তামাক চাষের পরিবর্তে অন্যান্য ফসলের আবাদ করতে হবে।তামাকজাত পন্য বর্জনে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। তাছাড়া তামাক সেবনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।


মন্তব্য