পলাশবাড়ীতে লেডি মাস্তান শ্যামলীর শাস্তির দাবিতে মানববন্ধন

পলাশবাড়ী
মানববন্ধনের একাংশ  © টিবিএম ফটো

পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধার সন্তান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী পরিচয় দানকারী লেডি মাস্তান ও ভূমিদস্যু শ্যামলী আকতার কর্তৃক ভূমি দখল ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পুলিশ প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ জুন) সকাল ১১টায় স্থানীয় চৌমাথা মোড়ে এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার গুলোর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ  ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি সহ ১২টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের  প্রায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিলো ৷ অবশেষে অফিসার ইনচার্জ মাসুদ রানার আশ্বাসে মানববন্ধন তুলে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় ৷

এসময় বক্তব্য রাখেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, ভূক্তভোগী পরিবারগুলোর মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গনি মন্টু সহ অনেকে। বক্তারা বলেন এই শ্যামলী আক্তার মুক্তিযোদ্ধার কন্যা পরিচয়ে বিভিন্ন সময়ে অত্র উপজেলার উপজেলা চেয়ারম্যান ও সম্মানী মানুষদের হেয় প্রতিপন্ন করা সহ ভুমি জবরদখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে ৷ আমরা এর অবসান চাই ৷

বক্তারা মুক্তিযোদ্ধার সন্তান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী পরিচয়দানকারী লেডি মাস্তান ও ভূমিদস্যু শ্যামলী আকতারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

জানতে চাইলে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব জানান, শ্যামলীর বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আজকের মানববন্ধনের বিষয়ে আমি কিছু জানিনা। শ্যামলী বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হয়রানি করেছে যার কারণে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।


মন্তব্য