অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

বরগুনা
  © টিবিএম ফটো

অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিটে পরিবেশ বান্ধব দেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে। সোমবার(৫ই জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিটের উদ্যোগে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন জাতের ফলজ চারা রোপণ করা হয়। 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ দেলুয়ার হোসেন, জুনিয়র লাইব্রেরিয়ান হুমায়ুন কবির, ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক আরিফ রহমান, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি মহিউদ্দিন অপু, অদম্য বাংলাদেশ বরগুনার আহবায়ক এহসান আহমাদ নোমান, যুগ্ম আহবায়ক আতিক রহমান, আতিকুর রহমান সাবু, সদস্য রাশেদুল ইসলাম শিহাব, বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্য আলিফ ইসলামসহ প্রমুখ।

অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিটের আহবায়ক এহসান আহমাদ নোমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে অদম্য বাংলাদেশ বরগুনা ইউনিট মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা বরগুনার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ফলজ ও ফুলের চারা রোপণ করবো।

বর্তমানে পরিবেশ বান্ধব দেশ গড়তে বৃক্ষ রোপণের বিকল্প কিছু হতে পারেনা। 
দেশে যে হারে বৃক্ষ নিধন হচ্ছে এতে করে ভবিষ্যতে জলবায়ু ও পরিবেশের উপর ব্যপক প্রভাব ফেলবে তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিলাম।