শিবচরে সেমিনার অনুষ্ঠিত

শিবচরে
  © টিবিএম ফটো

শিবচরে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা ও উদ্ভুত সমস্যা নিরসনে করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বয়স্ক ভাতা, বিধাব ভাতাসহ বিভিন্ন ভাতার টাকা বিকাশের মাধ্যমে ভাতা ভোগীরা পেয়ে থাকেন। তবে অজ্ঞতার কারনে অনেক ভাতা ভোগীরাই ভাতার টাকা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা জানতে পারেন না। আবার অনেক ভাতা ভোগীর মৃত্যু হলেও কর্তৃপক্ষের কাছে সে খবর পৌছায় না। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে জিটুপি’র ভূমিকা ও উদ্ভুত সমস্যা নিরসনে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে এসময় মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফেরদৌসী আক্তার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও উপজেলার বিভিন্ন ভাতা ভোগীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য