ফটিকছড়িতে শিক্ষককে পিঠিয়েছে শিক্ষার্থী
- নিজস্ব প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৩, ১২:১৬ PM

চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল হোসেন (৪৮) কে হামলা করে গুরুত্বর আহত করেছে এক শিক্ষার্থী ।
বৃহস্পতিবার রাতে সাড়ে ৭টার দিকে উত্তর ধর্মপুর লন্ডনীর ঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা ওই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. জাহেদুল আলম।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্র জানায় গুরুত্বর আহত শিক্ষক রবিউল হোসেনের মাথায় বেশ আঘাত হয়েছে এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।