ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব, পুনঃনির্মাণের আশ্বাস
- কামরুল সবুজঃ চট্টগ্রাম
- প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০২:১০ PM , আপডেট: ০৯ জুন ২০২৩, ০২:১০ PM

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে হালদার নদীর ওপর নির্মিত ফটিকছড়ি পুরতান হালদা সেতু পরিদর্শনে মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী। সেখানে তিনি এই সেতুটি পুনঃনিমার্ণের আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ জুন) সকালে সেতুটি পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
এর পূর্বে সেতু সংলগ্ন নাজিরহাট -জেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনানা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র একে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব এবি.এম আমিন উল্লাহ নূরী। স্বাগত বক্তব্য রাখন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।
এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমসহ, প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সচিব আরো বলেন, সেতুটির গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার দেয়া হবে। তবে মৎস্য প্রজনন ক্ষেত্র হওয়ায় হালদা নদীর ওপর ব্রীজ করতে গেলে কিছু জটিলতা দেখা দেবে। সেক্ষেত্রে উপজেলা পরিষদের সমন্বয় সভার সীদ্ধান্ত এবং স্থানীয় এমপির ডিও লেটার প্রয়োজন হবে।
উল্লেখ, ১৯৩০ সালে ব্রিটিশ সরকার এ সেতুটি নির্মান করে। লোহার এঙ্গেলের উপর তৈরী একমূখী সেতুটি লম্বায় ৩শ ২০ ফুট, প্রস্থে ৮ ফুটের কাছাকাছি। ১৯৯৪ সালে সড়ক ও জনপদ বিভাগ এটিকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ২০১৯ সালের শেষের দিকে সেতুটির একাংশ তিন চার ফুট ধেবে যায়। সম্প্রতি সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়ায় নাজিরহাট পৌরসভা কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে নোটিশ টানিয়ে দেন