ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ফটিকছড়ি
নিহত সাইফুল ইসলাম  © সংগৃৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ইট ভর্তি চাঁদের গাড়ি চাপায় মো.সাইফুল ইসলাম (১৬) নামের ১ পথচারীর মৃত্যু হয়েছে এবং মোঃ হৃদয় (১৭) নামের একজন আহত হয়েছেন। 

শনিবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে নারায়ণহাট বাজারের পশ্চিম পাশে নতুন সড়কে এ দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহত সাইফুল ইসলাম নারায়নহাট ইউপির ৬ নং ওয়ার্ডের মো. শফিউল আলমের ছোট ছেলে। আহত অপর জন একই এলাকার মো. ফারুকের ছেলে মোঃ হৃদয় (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় ও সাইফুল ইসলাম দুইজনই রাজমিস্ত্রি কাজ করে। কাজ শেষ করে দুইজন রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। এমন সময় পেছন থেকে ইট ভর্তি চাঁদের গাড়ি এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলে সাইফুল ইসলাম নিহত হয়,মোঃ হৃদয় কিছুটা আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। 

ভুজপুর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, গুরুতর আহত অবস্থায় মো. সাইফুল ইসলাম নামের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।