উখিয়ায় বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

উখিয়া
  © মোমেন্টস ফটো

“মাদক ছাড় ক্রীড়া ধরো, নিজ পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করো” এ স্লোগানে কক্সবাজারের উখিয়ায় “বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টূর্ণামেন্ট” শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উখিয়ার পাতাবাড়ী খেলার মাঠে জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।

উখিয়া বৌদ্ধ যুবকদের সমন্বয়ে ৮টি দলের অংশগ্রহণে এই ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। জবা ও সূর্যমুখী দলের মধ্যকার খেলা দিয়ে এ টুর্ণামেন্ট এর উদ্বোধন হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হল গোলাপ, শাফলা, চম্পা, রজনীগন্ধা, কৃষ্ণাচুড়া ও পদ্মা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কক্সবাজার জেলার সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃীষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- 'বৌদ্ধদের এই সম্প্রীতি সারাদেশে ছড়িয়ে পড়বে উখিয়ার মাধ্যমে। মানুষকে সুন্দর, সুষ্ঠু ও সুন্দর দেহের অধিকারী হতে হলে খেলাধুলার বিকল্প নাই। ফুটবল আমাদের জাতীয় জীবনে অন্যতম ভুমিকা রেখেছে। আজকে উখিয়া যে টূর্ণামেন্ট চলতেছে এটি একটি সম্প্রীতির বন্ধন হিসেবে মনে করি আমি।'

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উখিয়ার সভাপতি মেধু বড়ুয়া'র সঞ্চালনায় অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও বাফুফে স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। তিনি বলেন "দেশ ও বিশ্বের কোথাও বৌদ্ধদের এইরকম সম্প্রীতির ফুটবল টূর্ণামেন্ট দেখিনি" এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আশিষ কুমার বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সার্বজনীন বৌদ্ধ সমাজ উন্নয়ন ও বিহার সুরক্ষা কমিটির সভাপতি প্লাবন বড়ুয়া।

এমন এক সম্প্রীতির বন্ধনের আয়োজক কমিটিসহ খেলার সাথে সম্পৃক্ত সকল পৃষ্ঠপোষকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা।

এসময় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, রুমখা ধুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার বড়ুয়া, উখিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, বাংলাদেশ বৌদ্ধ সমিতি উখিয়া শাখার সভাপতি অমূল্য বড়ুয়া, বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি বিনয় বড়ুয়া, নিরিবিলি গ্রুপ অব কোম্পানির জেনারেল ম্যানেজার সুজন বড়ুয়াসহ উখিয়া বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এদিকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উখিয়ার পাতাবাড়ি খেলার মাঠ এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলায় বিপুল সংখ্যাক র্দশক উপস্থিত ছিলেন। সম্প্রীতির এ আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করেন দর্শকেরাও।