সোনারগাঁয়ে গোসল করতে এসে নিখোঁজ সিয়ামের লাশ উদ্ধার
- সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৩, ০১:৪৪ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এসে সিয়াম (১৫) নামের নিখোঁজ কিশোরের লাশ আজ (১লা জুলাই) শনিবার সকাল নয়টার দিকে স্থানীয় জনগণ উদ্ধার করেন।
নিহত জিহাদ সনমান্দি ইউনিয়নের মগবাজার গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে এবং বাংলাবাজার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
গতকাল (৩০ শে জুন শুক্রবার) দুপুর বারোটার দিকে বন্ধুদের সাথে গোসল করতে এসে নদীর পাশে বসে ছিল এমত অবস্থায় হঠাৎ করে ব্রহ্মপুত্র নদে পরে যায় এবং স্রোতের টানে শিশুটি ভেসে যায়।
তাৎক্ষণাৎ উদ্ধার কার্য পরিচালনার জন্য চেষ্টা করা হলেও সফল হতে না পারায় পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে যোগ দেয়।
কিন্তু তারা গতকাল উদ্ধার করতে সক্ষম হয়নি।
ছেলের স্বজনের আর্তনাদে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
ছেলেটি নিখোঁজ এবং উদ্ধারকার্যের সংবাদ পেয়ে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার উৎসুক মানুষ অলিপুরা ব্রিজ এর উপর এবং এর সংলগ্ন এলাকায় জড়ো হয়েছেন।
তবে কেউ কেউ এর পিছনে অতিপ্রাকৃত ঘটনা কে দায়ী করছেন। অনেকের দাবি প্রতিবছরই এসময় গোসল করতে এসে এলাকা থেকে একজন করে নিখোঁজ হয়ে যায়।