বজ্রপাতে ২ জেলায় ৪ জনের মৃত্যু

সারাদেশ
বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ৪ জনের মৃত্যু  © প্রতিকী ছবি

বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ৪ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের একটি গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী (৫০) নামে এক কৃষক। তার বাড়ি ভোলাহাট উপজেলায়। গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতের সময় আহত হন শরিফুল ইসলাম (৩৫)। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন (৬০) নামে একজন বজ্রপাতে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইউএনও রওশন আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এবং ভোলাহাট থানার ওসি সেলিম রেজা পৃথক তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নওগাঁয় সোমবার (৩ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে আবদুল জব্বার ও আহত দুই যুবকসহ আরও অনেকে পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে গোয়ালদহ নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আব্দুল জব্বার ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।


মন্তব্য