উপজেলা প্রশাসনের ফাঁদে রেলওয়ের দুই কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া
  © সংগৃৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে রেলওয়ের টিকিট কালোবাজারি ও অব্যবস্থাপনার দায়ে দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (৯ জুলাই) ভোর ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন ছদ্মবেশ ধারণ করে ভোর বেলা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যান। এ সময় টিকেট কালোবাজারীতে জড়িত থাকায় জুয়েল (২৪) নামে একজনকে এবং টিকেট অব্যবস্থাপনার দায়ে তিতাস ট্রেনের কাউন্টার ম্যান ফখরুল (৫০) কে হাতেনাতে আটক করা হয়। 
এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালোবাজারি জুয়েলকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিতাস ট্রেনের কাউন্টার ম্যান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জুয়েল একজন চিহ্নিত কালোবাজারি এবং কাউন্টার ম্যান ফখরুল বিভিন্নভাবে টিকেট অব্যবস্থাপনার সাথে জড়িত থাকে।

উল্লেখ্য গত এপ্রিলে মাসেও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছিল।