উখিয়ায় বিপুল পরিমাণ রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার
- কনক বড়ুয়া, উখিয়া:
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৩, ০৮:৩৬ PM

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণে রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ। এসময় কাউকে আটক করা হয়নি, তবে পাচারকারী পালিয়ে গেছে বলে পুলিশের দাবি।
শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন তালুকদার, এটিএসআই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- শনিবার (২৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে একলোক পায়ে হেঁটে সামনে যাওয়ার সময় পুলিশ দেখে উল্টো দিকে হাটা শুরু করলে পুলিশ অজ্ঞাত লোকটিকে দাঁড়াতে বলে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পাহাড়ের জঙ্গলের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১'শ ৫০ রাউন্ড রাইফেলের গুলি এবং ১ শত রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।