গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেপ্তার
- রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০১:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ০১:০০ PM

গোলাপগঞ্জে খালেদ মিয়া (৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
১৬ই আগস্ট,২০২৩ইং(বোধবার) নগরীর নয়াসড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের ভেদাইরটুল বাঘা গ্রামের বশির আলীর ছেলে।
সে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ও একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নয়াসড়ক এলাকা থেকে খালেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।