কুষ্টিয়া বিদুৎ স্পর্শে যুবকের মৃত্যু
- জেলা প্রতিনিধি: কুষ্টিয়া
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ০৮:৪০ PM

আজ সকাল ১১ টায় রাকিবুল(২২) নামে এক রাজমিস্ত্রী কুষ্টিয়া বৌটতল ইউনিয়নের খাজানগর গ্রামের মো: জালাল উদ্দীন এর ছেলে । এমন দুর্ঘনাজনিত মৃত্যুর জন্য শোকের ছায়া পড়েছে পুরো গ্রামে। এ জেন এক বিদায়রিদায়ক ঘটনা।
মিজানুর রহমান এর বাড়িতে কর্মরত অবস্থায় মটরে পানি উঠানোর জন্য সে নিজেই কাজ জানি বলে দাবি করে বিদ্যুৎ এর কাজ শুরু করে। সহপাঠীরা নিষেধ করা সত্বেও মেইন সুইচ না ফেলে কাজ করার শুরুতেই এক সময় বিদুৎ স্পর্শ করে ফেলে রাকিবুল যার কারনে তার পুরো শরীর নিজতেজ হয়ে যায়।
সহপাঠীরা দুরুত্তর চেষ্টা করে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। এর পর কুষ্টিয়া হাসপাতালের কর্ত্যব্যরত ডা. তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর জন্য তার বাবা বা আত্মীয় স্বজনরা কাউকে দুষি করছে না বলে জানান।