ডোমারে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও গাছের চারা প্রদান
- বিকাশ রায় বাবুল, নীলফামারী :
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১১:৩৪ AM

নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের সনদপত্র, ক্রেষ্ট ও গাছের চারা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ শে আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ কেয়ার গ্রুপের আয়োজনে গ্রুপের সভাপতি ও চওড়া বড়গাছা স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক বাবু অধির চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার -ডিমলা ) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: তোফায়েল আহমেদ, ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ৯ নং সোনারায় ইউপি চোয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ভিলেজ কেয়ার গ্রুপের পরিচালক মো; মর্তুজা হোসেন, গ্রন্থাগারের সভাপতি আমজাদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী মিমতাহুল মেধা ও গৌরাঙ্গ রায়।