মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৩, ০২:২৬ PM

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।আজ মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি দক্ষিণ মালঞ্চা গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে কান্ত রায় (১৪)। তিনি দক্ষিণ মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, বেশকিছু দিন ধরে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে কান্ত। অভাবের কারণে ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি মা-বাবা। এতে অভিমান করে মঙ্গলবার ভোরে বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কান্ত।
ওসি আব্দুল লতিফ শেখ জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।