কালাইয়ে বেড়েছে জ্বর-সর্দি-কাশির প্রকোপ, চিকিৎসক কম থাকায় রোগীদের দুর্ভোগ

কালাই
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টার  © সংগৃৃহীত

জয়পুরহাটের কালাইয়ে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগী বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের প্রভাবে এসব রোগীর সংখ্যা ব্যাপক ভাবে বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা কেন্দ্রগুলিতে জ্বর, সর্দি-কাশি ও শরীরে ব্যথা নিয়ে আসা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কম থাকায় হিমশিম খেতে হচ্ছে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকদের। এছাড়াও এসব রোগে আক্রান্ত রোগী উপজেলার বিভিন্ন হাট-বাজারের ফার্মেসিতে প্যারাসিটামল গ্রুপের ও এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ কিনতে ভির করতে দেখাগেছে । 

সরেজমিনে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসা নিতে আসা প্রায় রোগী জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে আসছে। উপচে পড়া ভীড় হওয়ায় এসব রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে দেখা গেছে। কষ্ট হলেও অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের গ্রহণ করতে হচ্ছে কাঙ্খিত সেবা। এ কারণে  অনেক রোগী আরো অসুস্থ হয়ে পড়ছে। গত ১ বছর ধরে ১৩ জন চিকিৎসক এর পদ শূন্য থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবায় কয়েকবার দেশের প্রথম স্থান অধিকার করলেও ৫০ শয্যার এই হাসপাতালটিতে নেই ৫০ শয্যার ব্যবস্থা। যে কারনে প্রত্যেকদিন নানা সমস্যা নিয়ে শতাধিক ভর্তি রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালের চিকিৎসক সংকটসহ সকল সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন রোগী, রোগীর স্বজন ও স্থানীয়রা। 

উপজেলার চক মোড়লি গ্রাম থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা লিপি বেগম বলেন, গত ২ মাস ধরে আমার হার্টের একটু সমস্যা হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এ সময় জ্বর, সর্দি ও কাশির রোগীর পরিমাণ এতো বেড়েছে তা জানতাম না। তাই চিকিৎসার জন্য অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছি। 

জ্বর, সর্দি,কাশি নিয়ে তালোড়া বাইগুনি গ্রাম থেকে আসা শাকিল বলেন, হাসপাতালে এসে রোগীদের ভীড়ে আটকে পড়েছি। এতে আরো বেশি অসুস্থ বোধ করছি। শুনেছি রোগীর ভীড়ের কারণে হাসপাতালে ভর্তি হলেও কোনো বেড পাবো না। সেটা নিয়েও চিন্তায় পড়েছি। 

হাতিয়র গ্রামের মর্জিনা খাতুন বলেন, এখানে যারা এসেছে প্রায় সকলেরই জ্বর,সর্দি,কাশি। এ জন্য নিজে অসুস্থ বোধ করলেও কারো আগে ডাক্তার দেখানোর সুযোগ নেই। 

এলতা ঈমামপুর গ্রামের রোগী ওমর  ফারুকের অভিভাবক জানায়, হাসপাতালের চিকিৎসা সেবা ভাল। এ জন্য আমরা সন্তানের নিয়ে হাসপাতালে আসি। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হাসপাতালে ডাক্তারের সংখ্যা কম থাকায় এসব রোগীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। 

চকমোড়লি গ্রামের আঃ হামিদ বলেন, আমি জ্বর, সর্দি,কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছি। ডাক্তার কম থাকায় চিকিৎসা নিতে আসা সকলকেই অনেক সময় ধরে অপেক্ষা করে চিকিৎসা নিতে হচ্ছে। দিন দিন রোগীর যে চাপ বাড়ছে এ হাসপাতালে দ্রুত চিকিৎসক নিয়োগ না দিলে রোগীদের আরো বিড়ম্বনায় পড়তে হবে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর,সর্দি,কাশির কারণে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে প্রত্যেকদিন বহির্বিভাগে ৬০০-৭০০ জন এবং জরুরী বিভাগে ১১০-১২০ জন রোগী সেবা নিচ্ছেন। তাছাড়াও প্রতেকদিন ভর্তি হচ্ছেন  ১০০-১১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪০-৫০ জন রোগী । হাসপাতালটিতে ২৬ জন চিকিৎসক এর বিপরীতে ১৩ জন চিকিৎসকের মাধ্যমে এসব রোগীদের চিকিৎসা চলছে। তাছাড়াও তৃতীয় শ্রেণীর ১১ টি এবং চতুর্থ শ্রেণীর ১৮ টি কর্মচারীর শূন্য পদ রয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জুয়েল বলেন, প্রতিবছর এ সময় ঠান্ডা ও গরম আবহাওয়া বিরাজ করে, যে কারণে এ রোগটি বেশি হচ্ছে। এ সমস্যার কারণে প্যারাসিটামল জাতীয় ঔষধ এন্টিহিস্টামিন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তবে গণহারে এন্টিবায়োটিক দেওয়া যাবেনা। দিলে একসময় শরীরে  অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ফলে রোগীদের বিপদে পড়তে হবে। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র বলেন, আমাদের কম সংখ্যক ডাক্তার থাকার পরেও কোনো রোগীদের ফেরত দেইনা।আবহাওয়া জনিত সমস্যার কারণে এখন জ্বর, সর্দি ও কাশি দেখা দিচ্ছে। রোগীর এ সমস্যাগুলো ৩ থেকে ৫ দিন এবং সর্বোচ্চ সাত দিন থাকতে পারে। এর বেশি দিন ধরে থাকলে ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা নিতে হবে। তবে যাদের এ সমস্যাগুলো দেখা দিচ্ছে তাদের সংস্পর্শে না যাওয়া এবং তাদের মাস্ক ব্যবহার করা মুখ ও নাকে হাত লাগানোর আগে বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে। চিকিৎসার পাশাপাশি সকলকে সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেন এই কর্মকর্তা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ