শাজাহানপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, সন্তানের খুনের খবরে বাবার মৃত্যু
- রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধি
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ PM

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এর সাবরুল এলাকার সাবেক মেম্বার এর ছেলে পারভেজ আলম( ৪৮) নামক কলেজের এক প্রভাষককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার বেলা ১১.০০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শাজাহানপুর থানা পুলিশ।
নিহত পারভেজ আলম সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মেম্বারের ছেলে এবং কৈচর বিএম কলেজের প্রভাষক। পুত্রের মৃত্যুও খবর পেয়ে বৃদ্ধ পিতা স্ট্রোক করলে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন।
থানা পুলিশের দেওয়া তথ্য মতে, মাথাইল চাপড় থেকে মোটরসাইকেল যোগে বগুড়া আসার পথে রাস্তার উপর ধারালো অস্ত্রের দ্বারা মাথায় ও ডান হাতে গুরুতর আঘাত করলে যখম হয়। এ সময় স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ১১ টায় জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। খুনিদের ধরতে পুলিশের একাধিক মাঠে টিম কাজ করছে।
এদিকে বাবা ছেলের এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।