যশোরে মোবাইলের শোরুমে চুরি, অর্ধ কোটি টাকার মালামাল উধাও

যশোর
যশোরে মোবাইলের শোরুমে চুরি  © সংগৃৃহীত

যশোর শহরের লালদীঘির পাড়ের  মোবাইল হাটে নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

এদিকে ৪৫ লাখ টাকার নুতন মোবাইল ফোন এবং নগদ আড়াই লাখ টাকা সহ আরো বেশ কিছুএক্সেসরিজ মালামাল যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা। 

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই এলাকার নাইটগার্ড রমজান এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে ।

দোকানের প্রোপাইটার কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছিল। সে সময় সব ঠিকঠাকই ছিল।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে দোকান খুলে দেখে মালামাল নেই ক্যাশ বাক্স ভাঙ্গা। সিসি ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে তারা। তিনি আরও বলেন, মার্কেটের ভেতরের দরজা ভেঙে তারা এসেছিল। সামনেই নাইটগার্ড ছিল। তার কিছু কর্মকাণ্ডে সন্দেহ বাড়ছে। এছাড়া নাইটগার্ড কে ফোন দিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু সে আসার কথা বলে ফোন বন্ধ করে রেখেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক(তদন্ত ) শফিকুল আলম চৌধুরী, বলেন খবর পেয়ে পুলিশ ঘটনার পরিদর্শন করেছে এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ