ভূজপুর কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি মান্নান ও সম্পাদক বখতিয়ার তালুকদার

ফটিকছড়ি
  © টিবিএম ফটো

আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর কাজিরহাট বাজারে উৎসব মুখর পরিবেশে  বণিক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বিকালে রিটার্নিং কর্মকর্তা  রাজিব আচার্য ফলাফল ঘোষণা করেন,  সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল মান্নান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীক নিয়ে নুরুল ইসলাম পেয়েছেন-২৭৫ ভোট,চাকা প্রতীক নিয়ে লোকমান সওদাগর পেয়েছেন -৪৫ ভোট। এছাড়া সহ সভাপতি পদে মাছ-প্রতীক নিয়ে রুহুল আমিন সওদাগর পেয়েছেন ৪৫৬ ভোট পেয়   এবং রিক্সা-প্রতীক নিয়ে সেলিম সওদাগর ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকট তম প্রতিদ্বন্দ্বী, হরিণ-প্রতীক নিয়ে তৈয়ব সওদাগর পেয়েছেন ২৭৪ ভোট এবং, দোয়াত কালি-প্রতীক নিয়ে এমরান বিন জালালা পেয়েছেন ১৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে 
উড়োজাহাজ প্রতীক নিয়ে

বখতিয়ার তালুকদার -৫১১ নির্বাচিত হয়েছেন, নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ নাছির উদ্দীন তালা চাবি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট। এছাড়া বারো পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়।

এই বিষয়ে  উপজেলা সমাজসেবা অফিসার এবং প্রিজাইডিং অফিসার রাজীব আচার্য বলেন- কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ব্যতীত  উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ইউপি চেয়ারম্যান, ভূজপুর থানার ওসি এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ