বেনাপোলে ১৮ টি বোমা উদ্ধারের মামলায় ১জন আটক

যশোর
  © ফাইল ছবি

যশোরের বেনাপোল বন্দর এলাকায় একটি ঘর থেকে গতকাল ১৮ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় র‌্যাবের করা মামলার প্রধান আসামী বাড়ির মালিক বাদল হোসেন কে আটক করেছেন পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। সে বড় আঁচড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে বাদল (৪৫)।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোল থেকে র‌্যাব কর্তৃক ১৮ টি ককটেল উদ্ধারের ঘটনায় র‌্যাব সদস্যরা বেনাপোল থানায় একটা মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় ঘরের মালিক বাদল হোসেন কে। আটকের ভয়ে সে পালিয়ে ছিলেন। এলাকায় সাড়াশী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।


মন্তব্য


সর্বশেষ সংবাদ