শিবচরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

শিশু
  © প্রতীকী ছবি

শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের আমজাদ উকিল সেতুর নিচে খালের পানিতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে স্থানীয় সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা(৫) এবং পাকের মিয়ার ছেলে হামীম(৮)। এসময় হঠাৎ করেই স্রোতে ডুবে যায় ২ শিশু। গোসল করতে থাকা অন্য শিশুরা তীরে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে চেষ্টা চালিয়ে হামিমকে মৃত অবস্থায় উদ্ধার করে। এর প্রায় ৪০ মিনিট পরে হুজায়ফাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খান সাদ্দাম বলেন,খবর পেয়েই আমি সেখানে ছুটে গিয়েছি। এটি একটি মর্মান্তিক ঘটনা। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বেশ কয়েকজন শিশু একটি খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পড়ে মৃত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বলে জানতে পেরেছি। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ