বসুন্দিয়ায় বিট পুলিশিং মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান
- অমল কৃষ্ণ পালিত, যশোর প্রতিনিধি:
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ PM

যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ সভাককক্ষে বসুন্দিয়া বিট পুলিশিং কার্যালয় কর্তৃক আয়োজিত সোমবার দুপুর ১২ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামানের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ (সার্কেল ক) সুপার জুয়েল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ১৫ নং বসুন্ধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ ইকবাল। পুলিশ ও আইনের সেবা সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফেরদাউস খান, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা সদস্যগণ, রাজনৈতিক, সুশীল ও সামাজিক ব্যক্তিবর্গ।