বাউফলে ভাতিজা খুন, পলাতক খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাউফলে
  © সংগৃৃহীত

পটুয়াখালীর বাউফলে চাচা কর্তৃক ভাতিজা মোঃ আল আমিন মৃধা(৩০) এর পলাতক খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে  এলাকাবাসী । মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন শ্রেণী পেশার কয়েক'শ নারী ও পুরুষ  অংশ নেয়া ঐ মানববন্ধনে বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । 

উল্লেখ্য, গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের  মিলঘর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন চাচা আঃ মোতালেব ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে(৩০) ছুরিকাঘাত করে । 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চাচা  আঃ মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে ঘটনার দিন রাতে বগা ফেড়ি ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিচুল হক এই বাংলাদেশক মোমেন্টসকে বলেন, পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


মন্তব্য