দুমকীতে ঢাকাগামী বাস-ঔষধের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, আহত-১৫!
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ PM

পটুয়াখালীর দুমকীতে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সাথে ঔষধের গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০- ১৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে দুমকী থানার অফিসার ইনর্চাজ ঘটনা স্থান পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার লেবুখালী পাগলা ব্রীজের পূূর্ব পাশে কাঠালতলা মোড়ে দশমিনা থেকে আসা চেয়ারম্যান ট্রাভেল পরিবহন গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল ঔষধের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাসটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান দ্য বাংলাদেশ মোমেন্টসকে বলেন, ‘পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।