নাটোরের বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠনের নতুন কমিটি গঠন

 নাটোর
  © সংগৃহীত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নাটোর কেন্দ্রীয় সাংগাঠনিক কমিটির  ২০২৩-২৪ সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান,ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সবুজ আহমেদ। 

নাটোরের প্রাণের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠনটি বছরে প্রায় ২৬ জন শিক্ষার্থীদের পুসান মেধাবৃত্তি প্রদান সহ 
১)পুসান বিতর্ক প্রতিযোগিতা
২)পুসান কুইজ প্রতিযোগিতা 
৩)রক্তদান কর্মসূচি
৪)ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাস কেন্দ্রিক পরীক্ষা সময় থাকা ও তথ্য সহায়তা।
৫)অসচ্ছল ও মেধাবীদের শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও বৃত্তি প্রদান
৬)পুসান বৃক্ষরোপন কর্মসূচি
৭) পুসান শিক্ষা ও মেধা বৃত্তি
৮)ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গাইড লাইন ও নির্দেশন।
৯)মেডিকেল ক্যাম্প
১০) পুসান মেধাবী মুখ মিলনমেলা ও নবীন বরণ
১১)পুসান ঈদ পুনমিলনী ও চড়ুইভাতি
১২) পুসান ক্যারিয়ার আড্ডা
১৩) পুসান ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা 
১৪) Pusan Abroad Education Programme 
১৫) জন সচেতনতা মুলক কার্যক্রম
১৬) টিউশন বা স্বল্প মেয়াদী কাজের সুযোগ প্রদানে সহায়তা।
১৭) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি বা জটিল কোন বিষয়ে সহায়তা।
১৮) পুসান রচনা ও ছোট গল্প প্রতিযোগিতা। 
১৯) পুসান বক্ততা প্রতিযোগিতা 
২০) পুসান শীতকালীন ফটো কনটেস্ট
২১) পুসান আওয়্যাড প্রদান
২২)পুসান ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
২৩) মাদক বিরোধী কর্মসুচি
২৪) পুসান ক্যালিগ্রাফি, ছোট গল্প,কবিতা লিখা ও গান প্রতিযোগিতা 
২৫)  মেধাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, জাতীয় দিবস গুলোতে বিভিন্ন আয়োজন। 
২৬)  নাটোরের কৃত সন্তানদের সাথে পরিচয় ও ক্যারিয়ার আড্ডা।
২৭) নাটোরের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি ও সামাজিক সংগঠনের কার্যবিধি তুলে ধরা।
২৮) পুসান কলেজ ক্যাম্পেয়ন ও অংগ্রহন মুলক প্রতিযোগিতা। 
২৯) মেডিকেল, সাস্থ্য ও রক্ত ব্যাবস্থাকরনে সহায়তা।
৩০) বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের নাটোরের  মেধাবী শিক্ষার্থীদের যোগসূত্র তৈরি ও কর্মক্ষেত্রে প্রবেশে এবং সংশ্লিষ্ট সহায়তা মুলক কার্যক্রম পরিচালনা।
৩১) যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, নেতৃত্ব বিকাশ, কানেক্টিভিটি বৃদ্ধিতে সহায়তা।
৩২) স্মার্ট নাগরিক ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে অন্তর্ভুক্তি মুলক কার্যক্রম পরিচালনা।
৩৩) হত দরিদ্রদের শীতকালীন বস্র সহায়তা ও বন্যাতদের সহযোগিতা মুলক কার্যক্রম পরিচালনা করে।

পুসানের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য,প্রত্যেকে আমরা সকলের তরে নিবেদিত প্রাণ,,সুশিক্ষা গ্রহণ ও জাতির সেবায় নিয়োজিত রাখতে সর্বদা দায়বদ্ধ।আমরা এক ভ্রাতৃত্বে বিশ্বাসী, লড়বো মোরা বাধা পেরিয়ে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে এতেই আমরা পুসান পরিবার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ