গলাচিপা উপজেলায় শ্রেষ্ঠ কাব স্কাউটস শিক্ষক হলেন সোহেল রানা
- আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ PM

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর উপজেলা পর্যায়ে "শ্রেষ্ঠ কাব শিক্ষক" নির্বাচিত হয়েছেন হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সোহেল রানা।
গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছর উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক বাছাইয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষকরা আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে উপজেলা বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক মো: সোহেল রানা'র নাম জেলায় পাঠানো হয়।
এ বিষয়ে সহকারী শিক্ষক মো: সোহেল রানা বলেন, আমি খুব আনন্দিত। আমাকে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যাচাই- বাছাই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি। এখন জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি, সবার কাছে দোয়া চাই।