ডোমারে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

নীলফামারী
  © সংগৃহীত

নীলফামারী ডোমার উপজেলায় পাঁচটি ইভেনটে গ্রীষ্মকালীন প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। ইভেনগুলো হলো,ফুটবল,হ্যান্ডবল,কাবাডি,দাবা ও সাতাঁর।

শনিবার(৯সেপ্টেম্বর) সকাল ১০টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ, স্বাধীনতা চত্ত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেন। এবং আগামী ১২ সেপ্টেম্বর প্রতিযোগীতার সমাপণী ও পুরস্কার বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ১ম ইভেন ফুটবল খেলার উদ্বোধন করেন।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম,সহকারী শিক্ষক হারুন অর রশীদ প্রমূখ। উদ্বোধনী খেলায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় ও সোনারায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।


মন্তব্য