শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে এমপি নুরুজ্জামান বিশ্বাসের উঠান বৈঠক
- ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ AM

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের সফলতা তুলে ধরতে পাবনার ঈশ্বরদীতে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উঠান বৈঠক করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
শনিবার(৯ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নায়েক কাদেরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয়দের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা শোনেন। উঠান বৈঠকে নুরুজ্জামান বিশ্বাস এমপি সহ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কালাম সরদার, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সেলিম বিশ্বাস, বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
উঠান বৈঠকে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চ শিকড়ে পৌঁছে দিয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যায়ে শেখ হাসিনার যে অবদান তা দেখে পার্শ্ববর্তী ভারত, চীন, রাশিয়া, জাপান সহ বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশেকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে। ঈশ্বরদীতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মত একটি প্রকল্প পরিচালনা করছে রাশিয়া। পদ্মা সেতু, মেট্রোরেলসহ অনেক বড় বড় প্রকল্পের বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আপনাদের চাওয়া পুরন করতে আরো একবার নৌকা মার্কাকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বিএনপির নৈরাজ্য ও নাশকতা রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নৌকার পক্ষে কাজ করতে হবে।
আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, পাবনা জেলা জাতীয় চার নেতা পরিষদের সভাপতি জাহিদ বাবু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, সলিমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম মালিথা ও সাধারন সম্পাদক বাদশা আলম বিশ্বাস, যুবলীগ নেতা কামাল বিশ্বাসসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।